গতকাল ০৫ জুন ২০২৪ ইং তারিখ সন্ধ্যা ৬ টায় ডে শিফ্ট এর শিক্ষার্থীদের (একাংশ) নিয়ে একটি সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে বিষয়টি ছিলা: অফিস ম্যানেজমেন্ট
আলোচনার বিষয়: একটি অফিস পরিচালনা করার জন্য একজন ব্যাবস্থাপকের কি কি পদক্ষেপ নিতে হয়?
যেমন ---
১. পরিকল্পনা গ্রহন
২. সঠিক সিদ্ধান্ত গ্রহন
৩. সময় ব্যবস্থাপনা
৪. কর্মী সমন্বয়
৫. উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে মত বিনিময়
৬. প্রজেক্ট যাচাই বাছাই
৭. প্রজেক্ট ফাইনালী উপস্থাপন করার প্রক্রিয়া
৮. বিবিধ
প্রতিষ্ঠানের পরিচালক তোফাজ্জল হোসেন তপুর সমপানী বক্তব্য প্রদানের মধ্য দিয়ে সেমিনারের সমাপনি ঘোষনা করা হয়।









No comments

Powered by Blogger.