অল্প শিক্ষাগত যোগ্যতা নিয়েও কম্পিউটার অপারেটর পদে ক্যারিয়ার তৈরী করা যায়।

একজন কম্পিউটার অপারেটরের কী ধরনের যোগ্যতা থাকতে হয়?
এ পেশায় কাজ করার জন্য নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। প্রাতিষ্ঠানিক শিক্ষার ক্ষেত্রে ন্যূন্যতম উচ্চ মাধ্যমিক পাশ করা থাকলে আর কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহার সম্পর্কে ভালো জ্ঞান থাকলে যে কেউ এ ধরনের কাজে যোগ দিতে পারেন।
বয়সঃ প্রতিষ্ঠান সাপেক্ষে বয়সের সীমা নির্ধারিত হয়।
অভিজ্ঞতাঃ কাজ ও প্রতিষ্ঠান সাপেক্ষে নির্ধারিত হয়।
একজন কম্পিউটার অপারেটর কোথায় কাজ করেন?
সরকারি প্রতিষ্ঠানে, যেখানে ডাটা এন্ট্রির কাজ রয়েছে;
ব্যাংক, বীমা ও অন্যান্য অর্থনৈতিক প্রতিষ্ঠানে;
ব্যবসায়িক প্রতিষ্ঠানে;
শিক্ষা প্রতিষ্ঠানে;
গণমাধ্যমে;
বেসরকারি প্রতিষ্ঠানে, যেখানে ডাটা এন্ট্রির কাজ রয়েছে;
তথ্য প্রযুক্তি নিয়ে কাজ করে এমন প্রতিষ্ঠানে।
উল্লেখ্য যে, একজন কম্পিউটার অপারেটর আউটসোর্সিং ও ফ্রিল্যান্সিংএর কাজও করতে পারেন।
একজন কম্পিউটার অপারেটর কী ধরনের কাজ করেন?
কম্পিউটারে তথ্য এন্ট্রির কাজ করা;
কম্পিউটারে টাইপ করে তথ্য সংযোজন করা
ইন্টারনেট থেকে বিভিন্ন তথ্য খুঁজে সেগুলি এন্ট্রির কাজ করা

সংগৃহীত তথ্য-উপাত্ত যাচাই করা;
পুরানো তথ্য-উপাত্ত আপডেট করা;
বিভিন্ন ধরনের ডকুমেন্ট তৈরি করা ও গুছিয়ে রাখা।
একজন কম্পিউটার অপারেটরের কী ধরনের দক্ষতা ও জ্ঞান থাকতে হয়?
মাইক্রোসফট অফিসের ভালো ব্যবহার জানা;
কাজ শুরু করার পূর্বে কি ভাবে কাজটি শুরু করবো তার প্ল্যান তেরি করা
যেমন পেপার সাইজ, মার্জিন, ফন্ট সিলেকশন, ফন্ট কালার, প্যারাগ্রাফ, লাইন স্পেসিং এর মত গুরুত্বপুর্ বিষয় গুলি নির্ধারণ করা ।
দ্রুত ও নির্ভুল টাইপ করার ক্ষমতা;
তথ্য ইডিট বা মডিফিকেশনের ক্ষমতা
ইন্টারনেট থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের দক্ষতা;
ধৈর্যের সাথে কাজের চাপ সামলাতে পারা;
নির্ধারিত সময়সীমার মধ্যে সঠিক ভাবে কাজ শেষ করতে পারা।
সবচাইতে গুরুত্বপুর্ন কথা হচ্ছে: প্রাথমিক স্কিল অর্জনের লক্ষে প্রথমে আপনাকে মাইক্রোসফ্ট অফিস প্যাকেজে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।
প্রশিক্ষণ শেষে যখন এমএসওয়ার্ড এমএস এক্সেল প্রোগ্রাম গুলোর ব্যবহার করার কৌশল আপনার নিয়ন্ত্রনে। তখনই বুঝবেন আপানি মুল স্কিলে পোঁছে গেছেন।
এরপর যখন নির্ভুল টাইপিং, সময় ব্যবস্থাপনা ও টার্গেট ঠিক রেখে কাজ সম্পানদন করতে পারছেন তখনই আপনি বিশেষ স্কীল লেভেলে পৌছে গেছেন।
অর্থ্যাৎ আপনি কারো মেসেজের অপেক্ষায় না থেকে নিজেই ম্যাসেজ তেরী করতে পারছেন। ম্যাসেজ তৈরী বা জানান দেওয়ার অর্থই আপনি কম্পিউটার অপারেটর পদে সফল ভাবে ক্যারিয়ার গড়তে পারবেন।
একজন কম্পিউটার অপারেটরের মাসিক আয় কেমন?
এ পেশায় যোগদান করে কমপক্ষে ৳২০,০০০ – ৳,৩০,০০০ উপার্জন করা সম্ভব। এছাড়া অনলাইন মার্কেটপ্লেসে ফ্রিল্যান্সিং করে কাজের ধরন ও গ্রাহক অনুযায়ী আয়ের পরিমাণ আরো বেশি হতে পারে। অভিজ্ঞতা যত বাড়বে, এ পেশায় আয়ের সুযোগ তত বেশি হবে।
আশা করি আপনাদের জন্য আমার এই সামান্য ভাবনা গুলি একদিন উপকারে দিবে। তাই শেষ দিনের অপেক্ষায় না থেকে আজই আপনি নতুন করে কম্পিউটার অপারেটর পদে ক্যারিয়ার শুরূ করতে পারেন।
সম্পাদনায়
মো: তোফাজ্জল হোসেন তপু
পরিচালক
বসুন্ধরা কম্পিউটার
মুক্তির মোড়, নওগাঁ।
ফোন : 01717-178569

1 comment:

Powered by Blogger.