বসুন্ধরা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র বর্ষবরণ ২০২১
৩১ ডিসেম্বর ২০২০ ইং তারিখে বসুন্ধরা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে ইংরেজি বর্ষবরণ ২০২১ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের সম্মানিত পরিচালক মো: তোফাজ্জল হোসেন তপু, এবং আইসিটি পার্টনার হিসাবে উপস্থিত ছিলেন ইশিখন.কম এর প্রতিনিধি জান্নাতুন নাঈম জৌতি । উপস্থাপনায় ছিলেন এন আর খোরশেদ আলম রাজু
Happy New Year 2021
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন যথাক্রমে এবিএম তুহিন, প্রভাষক, রাণীনগর শেরে বাংলা কলেজ ও বাউয়ালি সুর ইউটিউব চ্যানেলের স্বত্তাধীকারি, রেজাউন নবী স্যান্ডো, শিক্ষার্থী অভিভাবক প্রতিনিধি, সাবেক জিএস বদলগাছী সরকারী কলেজ, জারিন তাসনিম নবনী, নারী উদ্যোক্তা ও স্বত্তাধীকারী প্লে উইথ কাষ্টম, চৈতি, নারী উদ্যোক্তা ও স্বত্তাধীকারী নওগাঁ রান্নাঘর ইউটিউব চ্যানেল, ইশারা আফরিন মিতু, নারী উদ্যোক্তা ও স্বত্তাধীকারী আফরিন বিডি ব্লগ ইউটিউব চ্যানেল। বক্তব রাখেন প্রশিক্ষক হাফিজুর রহমান, শিক্ষার্থী ইভা সহ আরও অনেকে। অনুষ্ঠানে বিভিন্ন বিনোদন সহ সংগীত পরিবেশন করেন বাওয়ালি সুর।
পরিচালকের সমাপনি বক্তব্য প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপনি ঘোষনা করা হয়।


No comments