২০ বছর পূর্তি উৎসব ১ম পর্ব
বসুন্ধরা কম্পিউটার ডেস্ক:
বসুন্ধরা কম্পিউটার প্রশিক্ষন কেন্দ্র নওগাঁ। সেরৗরভ ও গৌরবের ২০ বছর পূর্তি উৎসবে মেতে উঠি প্রযুক্তির ছোঁয়ায়। সকাল ১০ঃটা ৩০ঃ মিনিটে আনন্দঘন উৎসবের মধ্য দিয়ে ফিতা,বেলুন ও কেক কেটে শুভ উদ্বধোন করেন, বিশিষ্ট ব্যাবসায়ী সমাজ সেবক ও বাংলাদেশ মানবাধিকার কমিশন নওগাঁ জেলা শাখার সাধারন সম্পাদক জনাব রোটারিয়ান চন্দন দেব। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারি অধ্যাপক জনাব এস,এম শওকত আলী, উক্ত উনুষ্ঠানে সভাপতির আসন অলংকিত করেন অত্র প্রতিষ্ঠানের পরিচালক তোফাজ্জল হোসেন তপু এবং অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন খোরশেদ আলম রাজু।
বসুন্ধরা কম্পিউটার প্রশিক্ষন কেন্দ্র নওগাঁ। সেরৗরভ ও গৌরবের ২০ বছর পূর্তি উৎসবে মেতে উঠি প্রযুক্তির ছোঁয়ায়। সকাল ১০ঃটা ৩০ঃ মিনিটে আনন্দঘন উৎসবের মধ্য দিয়ে ফিতা,বেলুন ও কেক কেটে শুভ উদ্বধোন করেন, বিশিষ্ট ব্যাবসায়ী সমাজ সেবক ও বাংলাদেশ মানবাধিকার কমিশন নওগাঁ জেলা শাখার সাধারন সম্পাদক জনাব রোটারিয়ান চন্দন দেব। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারি অধ্যাপক জনাব এস,এম শওকত আলী, উক্ত উনুষ্ঠানে সভাপতির আসন অলংকিত করেন অত্র প্রতিষ্ঠানের পরিচালক তোফাজ্জল হোসেন তপু এবং অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন খোরশেদ আলম রাজু।
২০ বছর পুর্তি উৎসবে বসুন্ধরা পরিবারকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন যথাক্রমে নওগাঁ বি,এম,সি সরকারী মহিলা কলেজ, নওগাঁ সরকারী কলেজ,ইশিখন পরিরবার নওগাঁ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল নওগাঁ, আইসিটি ডেভলোপমেন্ট ফোরাম নওগাঁ, স্বপ্ন সারথী পাবলিক লাইব্রেরী, ছবির হাট চারুকলার শিক্ষার্থী ও ব্র্যাক স্কিল ডেভলপমেন্ট প্রোগ্রাম সহ ইন্টারন্যাশনাল হিউম্যান ক্রাইম রিপোটার্স ফাউন্ডেশান নওগাঁ, আরও উপস্থিত ছিলেন,
সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের ব্যক্তি বর্গ। বসুন্ধরা কম্পিউটার প্রশিক্ষন কেন্দ্রের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের উপস্থিতি সহ বিভিন্ন ধরনের ইভেন্ট প্রদর্শনের মধ্য দিয়ে খোরশেদ আলম রাজুর রচনা ও পরিচালনায় “যৌতুকের অভিশাপ” শিরোনামে নাটিকাটি মঞ্চায়ন করেন প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ। এবং সেই সাথে বসুন্ধরা কম্পিউটার প্রশিক্ষন কেন্দ্র এন্ড সাইবার ক্যাফের পরিচালক তোফাজ্জল হোসেন তপুর একমাত্র পুত্র তৌফিক হাসান (বাঁধনের) ম্যাজিক প্রর্দশন এবং র্যাফেল ড্র পুরস্কার বিতরনের মধ্য দিয়ে পরিচালক তোফাজ্জল হোসেন তপুর সভাপতিত্বে সমাপনী বক্তব্য দ্বারা অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।
২০ বছর পূর্তি উদযপন অনুষ্ঠান পালনে যাদের প্রেরনায় উৎসবটি আরও প্রাণবন্ত হয়েছে তারা হলেন।
গ্র্যাফিক ডিজাইন: রহমান রাকিব (ক্রিয়েটিভ ডিরেক্টর বসুন্ধরা কম্পিউটার)
গেষ্ট রিসিপশন ও আপ্যায়ন : বর্ষা ও এমরান (প্রশিক্ষক বসুন্ধরা কম্পিউটার)
সাজ সজ্জা : ফিরোজ ফুল ঘর
ভিডিও ধারণ : হেলাল ভিডিও।
সাউন্ড সিষ্টেম: জিনিয়াস সাউন্ড সিষ্টেম।
আনুষাঙ্গিক কাজ সম্পাদন: রেডিবাবু টি ষ্টল,
ডেকোরেটর : আল আক্ সা ডেকোরেটর
গেষ্ট রিসিপশন ও আপ্যায়ন : বর্ষা ও এমরান (প্রশিক্ষক বসুন্ধরা কম্পিউটার)
সাজ সজ্জা : ফিরোজ ফুল ঘর
ভিডিও ধারণ : হেলাল ভিডিও।
সাউন্ড সিষ্টেম: জিনিয়াস সাউন্ড সিষ্টেম।
আনুষাঙ্গিক কাজ সম্পাদন: রেডিবাবু টি ষ্টল,
ডেকোরেটর : আল আক্ সা ডেকোরেটর
কৃতজ্ঞতা স্বীকার : পিবিআইএ তদন্ত, মিসেস জেসমিন ট্রেডার্স, হুমায়ুন কবির আল আমিন, বর্ন এন্টারপ্রাইজ, এস.টি ফার্নিচার ও অঙ্গ প্রতিষ্ঠান, রিপন ট্রেডার্স, মেসার্স আশা এন্টারপ্রাইজ, নওগাঁ ডেকোরেটর শ্রমিক ইউনিয়ন, মৃুত্তিকা এডফার্ম,আর এস এস এস বি আইটি, তাসনুভা কম্পিউটার, মেলোডি কম্পিউটার, নিউক্যাসেল কম্পিউটার, স্বদেশ কম্পিউটার, ইতি কম্পিউটার, নওগাঁ, বিভিন্ন অনলাইন পত্রিকা, Facebook Group:- আমাদের নওগাঁ, হৃদয়ে নওগাঁ, ডিজিটাল ব্রেইন, ভালবাসার শহর/ Love City, ইশিখন পরিবার
বসুন্ধরা আইটি হাসপাতাল সহ নওগাঁর বিভিন্ন পেশাজীবীর মানুষ।
=৩০ জানুয়ারি ২০২০ খ্রি.=
আয়োজনে : বসুন্ধরা কম্পিউটার, নওগাঁ।
বসুন্ধরা আইটি হাসপাতাল সহ নওগাঁর বিভিন্ন পেশাজীবীর মানুষ।
=৩০ জানুয়ারি ২০২০ খ্রি.=
আয়োজনে : বসুন্ধরা কম্পিউটার, নওগাঁ।
ধন্যবাদান্তে





No comments