জে.এস.সি পরীক্ষার্থী-২০১৯ শিক্ষার্থীদের শর্টকোর্সে ভর্তি চলছে


আপনার সন্তানের ভবিষ্যৎ উন্নতির লক্ষে  অনকে কিছু ব্যয় করছেন।

তবে আইসিটি জ্ঞান আহরনের জন্য কতটুকু সময় ব্যয় করছেন? ভেবে দেখছেন কি? আপনার সন্তানের মুল ভিত্তি গড়ে উঠুক টেকনোলজির আদর্শে। চতুর্থ শিল্পবিপ্লবের যুগে টেকনোলজী ছাড়া কোন বিকল্প নেই।

জেএসসি পরীক্ষার্থী-২০১৯

কোর্সটি সম্পন্ন করলে যে সুবিধা গুলো আপনি পাচ্ছেন:-

০১। স্কুল ভিত্তিক তথ্য ও যোগোযোগ প্রযুক্তির সিলেবাস আয়ত্ব করতে পারছেন।
০২। এস.এস.সি ও  এইচি.এস.সি লেভেলে নতুন করে আর শিখতে হবে না।
০৩। শুরুতেই অফিস ব্যবস্থাপনা বিষয়ে জ্ঞান লাভ করতে পারছেন।
০৪। জব স্কিল লেভেল সম্পর্কে আগে থেকেই ধারনা অর্জন করতে পারছেন।
০৫। মানসিক ভাবে নিজেকে নিজের মত করে তৈরি করতে পারছেন।      

কোর্স করিকুলাম


 ধন্যবাদান্তে-
তোফাজ্জল হোসেন তপু
পরিচালক
বসুন্ধরা কম্পিউটার, মুক্তির  মোড়, নওগাঁ।

No comments

Powered by Blogger.